• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo

প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে হাবিপ্রবিতে আন্দোলন অব্যাহত

হাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জুলাই ২০২৪, ১৮:১৩
প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে হাবিপ্রবিতে আন্দোলন অব্যাহত
ছবি : আরটিভি

প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের নাম প্রত্যাহার, স্বতন্ত্র পে স্কেল ও সুপার গ্রেডের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত রেখেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।

বরাবরের মতোই রোববার (১৪ জুলাই) পূর্ণদিবস কর্মবিরতি ও দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ড. মুহাম্মদ কুদরাত-এ-খুদা একাডেমিক ভবনের নিচে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে হাবিপ্রবি শিক্ষক সমিতি এবং বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ব্যানারে ড. এম ওয়াজেদ ভবনের নিচে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরাও শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে কর্মবিরতি পালন করছেন।

কর্মবিরতি অব্যাহত রাখার বিষয়ে হাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. সাদেকুর রহমান বলেন, ‘আমাদের দাবি ছিল প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের নাম প্রত্যাহার করতে হবে। আমরা কখনোই বলিনি যে আমাদের ২৪ সালে না দিয়ে ২৫ সালে প্রত্যয় স্কিম দিতে। আমরা চাই আমাদের প্রত্যয় স্কিম থেকে বাদ দিতে হবে, স্বতন্ত্র বেতন স্কেল চালু করতে হবে এবং স্বতন্ত্র বেতন স্কেলের মধ্যে সুপার গ্রেডের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সরকার একধাপ এগিয়েছে আমরাও আলোচনায় গেছি, আলোচনা শুরু হয়েছে। এটিকে আমরা সাধুবাদ জানাই। এই আলোচনার টোকেন স্বরূপ আমরা হয়তো শিক্ষক সমিতি ফেডারেশনের নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের অতি প্রয়োজনীয় কাজ, যেমন সার্টিফিকেট উত্তোলনসহ জরুরি সার্ভিসগুলোই আমরা কিছুটা শিথিলতা প্রদর্শন করতে পারি। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত থাকবে।’

মন্তব্য করুন

Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়