• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo

জবির গেটে ছাত্রলীগ প্রবেশ নিষিদ্ধের পোস্টার 

আরটিভি নিউজ

  ১৭ জুলাই ২০২৪, ২৩:৫৯
জবি
ছবি: সংগৃহীত

‘ছাত্রলীগ প্রবেশ নিষিদ্ধ’ লিখে পোস্টার এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের গেটে। কোটা সংস্কার আন্দোলনকারীরা এ পোস্টার টাঙিয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দেখা যায় ‘ফাঁসির মঞ্চে ঝুলছে কে গণতন্ত্র’ ও ‘পনেরোর হায়না’ লেখা বেশকিছু পোস্টার। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে টানানো পোস্টারে লেখা হয়, ‘ক্যাম্পাসে ছাত্রলীগ প্রবেশ নিষিদ্ধ, আদেশক্রমে সাধারণ শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়’।

বুধবার (১৭ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসব পোস্টার টানাতে দেখা যায় আন্দোলনকারীদের।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করায় ছাত্রলীগ হামলা চালিয়েছে। যেহেতু ছাত্রলীগ হামলা চালিয়েছে, তাই প্রতীকী প্রতিবাদ হিসেবে এ ব্যানার লাগানো হয়েছে। ক্যাম্পাসে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় তারা।

এদিকে, এদিকে জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড জাহাঙ্গীর হোসেন জবিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের ঘোষণা দিয়েছে। শিক্ষার্থীদের দাবির মুখে এ সিদ্ধান্ত নেন তিনি। শুধু তাই নয়, সাধারণ শিক্ষার্থীদের ছয় দফা দাবি বাস্তবায়নেরও ঘোষণা দিয়েছে প্রশাসন।

মন্তব্য করুন

Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবির সাবেক প্রক্টরসহ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা 
চাকরিতে যোগ দিতে এসে তোপের মুখে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ
কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসির পাসের হার ৭১ দশমিক ১৫
প্রকাশ্যে জবি ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারি