• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

শাবিপ্রবিতে আন্দোলনকারীদের ওপর টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ

শাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ জুলাই ২০২৪, ১৬:২৯
ছবি : আরটিভি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও শটগান সেল নিক্ষেপ করেছে পুলিশ। এতে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবিপ্রবি সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব। এদের মধ্যে এখন পর্যন্ত ১০ জন শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর সোয়া একটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। গত কয়েক দিন ধরে কোটা সংস্কারের এক দফা দাবিতে দেশব্যাপী ছাত্রসমাজ আন্দোলন করে আসছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ বাস্তবায়নের লক্ষ্যে আজ বেলা ১১টা থেকেই আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বেলা ১১টায় ক্যাম্পাসে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে কয়েকজন শিক্ষার্থী ভেতরে প্রবেশ করলেও তাদেরকে বাহির করে দেয় পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা। পরে শিক্ষার্থীরা জড়ো হয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। দুপুর সোয়া একটার দিকে পুলিশ শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও শর্টগান সেল নিক্ষেপ করে। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

গুরুতর আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায় নি। শিক্ষার্থীদের ছোড়া ঢিলের আঘাতে সিলেট মেট্রোপলিটনের পুলিশ কর্মকর্তা এসআই শাহ নজরুল আহত হয়েছেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, পুলিশ যেমনটা বলেছে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে তাদের সরাতে গেলে তাদের ওপর আঘাত হয়। পরে তারা তাদের ছত্রভঙ্গ করে দেয়। আমরা খোঁজ নিচ্ছি আমাদের শিক্ষার্থীরা আহত হয়েছে কি না? যারা আহত তাদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতেছি।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (সিলেট উত্তর) আজবাহার আলী শেখকে কল দিলে তিনি খুদে বার্তায় পরে কল দিতে বলেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা ২২ ফেব্রুয়ারি
ভর্তি ফি কমানোসহ ৩ দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন 
প্রোগ্রামিংয়ে চ্যাম্পিয়ন শাবিপ্রবির ‘সাস্ট ফ্যানাটিক্স’