• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

হয়রানির শিকার হলে ঢাবি শিক্ষার্থীদের ২ প্রক্টরকে জানানোর পরামর্শ

আরটিভি নিউজ

  ৩০ জুলাই ২০২৪, ১৮:২৫

কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার হলে দুই প্রক্টরের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৩০ জুলাই) ঢাবির জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়- কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার হলে ছাত্রদের সহকারী প্রক্টর মো. হাসান ফারুক (মোবাইল-০১৭৬৮-৮৮৪-৪২৮) এবং ছাত্রীদের সহকারী প্রক্টর ফারজানা আহমেদের (মোবাইল ০১৭১১-৫৭৬-৩৮৯) সঙ্গে যোগাযোগের নির্দেশনা দেয়া হলো।

নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি বন্ধে বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য সব সহযোগিতা দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে, সোমবার (২৯ জুলাই) ঢাবির কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ছাত্র আন্দোলনের নেতা খালেদের মানসিক অবস্থা ভালো না’
শেখ হাসিনাকে ফেরাতে ঢাবি ভিসিকে বিপ্লবী ছাত্র পরিষদের স্মারকলিপি
পটিয়ায় পিকনিকের বাসের ধাক্কায় নিহত ২
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ