• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

আন্দোলনে সংহতি জানিয়ে মাভাবিপ্রবির ৬৭ শিক্ষকের বিবৃতি

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২৪, ১৩:৪৩
আন্দোলনে সংহতি জানিয়ে মাভাবিপ্রবির ৬৭ শিক্ষকের বিবৃতি
ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬৭ জন শিক্ষক। শিক্ষকরা এক বিবৃতিতে আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে অতি দ্রুত আলোচনা করে তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, আন্তর্জাতিক সংস্থার সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানিয়েছেন।

শনিবার (৩ আগস্ট) এক বিবৃতিতে তারা এ দাবি জানান।

বিবৃতিতে সারাদেশে ছাত্র-শিক্ষক এবং সাধারণ মানুষ যারা বিনা বিচারে আটক আছেন অনতিবিলম্বে তাদের মুক্তি চাওয়া হয়েছে এবং গণগ্রেপ্তার, বিশেষ করে শিক্ষার্থীদেরকে যেভাবে বাসায় বাসায় গিয়ে ভয়ভীতি প্রদর্শন ও গ্রেপ্তার করা হচ্ছে, এমন দমন-নিপীড়নের তীব্র নিন্দা জানানো হয়েছে।

একইসঙ্গে ভবিষ্যতে এই অজুহাতে কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে একাডেমিক ও রাষ্ট্রীয় যেকোনো ধরনের হয়রানিমূলক কার্যক্রম না চালাতে জোর দাবি জানানো হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত
ছাত্রদলের দুপক্ষের শোডাউনে আতঙ্কিত শিক্ষার্থীরা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
‘ছাত্র আন্দোলনের নেতা খালেদের মানসিক অবস্থা ভালো না’
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে জার্সি তৈরি করল চিটাগং কিংস