• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

নিরাপদ শিক্ষার্থী হয়রানি হলে সহযোগিতার আশ্বাস ববি প্রশাসনের

ববি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২৪, ১৪:৩২
নিরাপদ শিক্ষার্থী হয়রানি হলে সহযোগিতার আশ্বাস ববি প্রশাসনের
ছবি : আরটিভি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কোনো নিরপরাধ ও সাধারণ শিক্ষার্থী হয়রানির শিকার হলে তাদের সার্বিক সহযোগিতার ঘোষণা দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন।

শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশক্রমে প্রক্টর ড. মো. আবদুল কাইউম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি অহেতুক হয়রানির শিকার হয় তাহলে প্রক্টর অফিসের সহকারী প্রক্টর ড. মোহাম্মদ মাহফুজ আলম এবং জনাব জনাব মো. ফরহাদ উদ্দীনের সঙ্গে যোগাযোগের জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে। এ বিষয়ে অত্র বিশ্ববিদ্যালয় থেকে সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

এ ছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন অহেতুক হয়রানির শিকার না হয়, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বানও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রলীগ নেতাকর্মীসহ ৩৯১ জনের নামে মামলা
কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসির পাসের হার ৭১ দশমিক ১৫
আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি: দাবি র‌্যাবের
হারুনের সঙ্গে বাগবিতণ্ডা, সেই লোমহর্ষক ঘটনার বর্ণনা দিলেন সমন্বয়ক বাকের