ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা
অধিকার আদায়ের রাজপথে আন্দোলনে নামা শিক্ষার্থীরা এবার নামলেন সুন্দর নগরী গড়তে। সরকার পতনের পর দেশে চলমান অস্থিরতায় তারা মাঠে নেমেছেন ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযান চালাতে।
বুধবার (৭ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে চলে এ কর্মসূচি।
এ সময় আন্দোলন চলাকালে সড়কে পড়ে থাকা আবর্জনা দল বেঁধে পরিষ্কার করছেন শিক্ষার্থীরা। পাশাপাশি যেসব সড়কে ট্রাফিক পুলিশ নেই, সেখানে সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচলে দায়িত্ব পালন করছেন তারা। যানবাহনচালকদের ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করতে দেখা যায় তাদের।
কর্মসূচির অংশ হিসেবে ইউনাইটেড ইন্টারন্যাশানাল ইউনিভার্সিটির প্রায় ১২০ জন শিক্ষার্থীসহ আশেপাশের স্কুল-কলেজ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একশ’ ফিট রাস্তার পরিচ্ছন্নতার কাজ করেন। সেই সঙ্গে একশ ফিট, নতুনবাজার ও শাহজাদপুর এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণের কাজও করেন তারা।
শিক্ষার্থীদের এ ধরনের কাজের প্রশংসা করে তাদের সাহায্যে পানি ও হালকা খাবার নিয়ে এগিয়ে আসে এলাকাবাসী।
মন্তব্য করুন