• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা

আরটিভি নিউজ

  ০৭ আগস্ট ২০২৪, ১৬:১৫

অধিকার আদায়ের রাজপথে আন্দোলনে নামা শিক্ষার্থীরা এবার নামলেন সুন্দর নগরী গড়তে। সরকার পতনের পর দেশে চলমান অস্থিরতায় তারা মাঠে নেমেছেন ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযান চালাতে।

বুধবার (৭ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে চলে এ কর্মসূচি।

এ সময় আন্দোলন চলাকালে সড়কে পড়ে থাকা আবর্জনা দল বেঁধে পরিষ্কার করছেন শিক্ষার্থীরা। পাশাপাশি যেসব সড়কে ট্রাফিক পুলিশ নেই, সেখানে সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচলে দায়িত্ব পালন করছেন তারা। যানবাহনচালকদের ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করতে দেখা যায় তাদের।

কর্মসূচির অংশ হিসেবে ইউনাইটেড ইন্টারন্যাশানাল ইউনিভার্সিটির প্রায় ১২০ জন শিক্ষার্থীসহ আশেপাশের স্কুল-কলেজ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একশ’ ফিট রাস্তার পরিচ্ছন্নতার কাজ করেন। সেই সঙ্গে একশ ফিট, নতুনবাজার ও শাহজাদপুর এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণের কাজও করেন তারা।

শিক্ষার্থীদের এ ধরনের কাজের প্রশংসা করে তাদের সাহায্যে পানি ও হালকা খাবার নিয়ে এগিয়ে আসে এলাকাবাসী।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের দুপক্ষের শোডাউনে আতঙ্কিত শিক্ষার্থীরা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
ঝাঁকুনিতে ট্রেনের দরজা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
চুয়াডাঙ্গায় সপ্তাহে ৫ দিন বাসে শিক্ষার্থীদের জন্য ‘হাফ ভাড়া’
গফরগাঁওয়ে মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, শিক্ষার্থী নিহত