২৪ ঘণ্টার মধ্যে শাবিপ্রবি ভিসি-প্রোভিসি-ট্রেজারারের পদত্যাগের আলটিমেটাম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. কবির হোসেন ও ট্রেজারার অধ্যাপক আমিনা পারভীনকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।
বুধবার (৭ আগস্ট) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির সমন্বয়ক হাফিজুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৮ আগস্ট বিকেল ৫টার মধ্যে তাদেরকে পদত্যাগ করতে হবে।
তিনি আরও বলেন, একইসঙ্গে প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক, প্রভোস্ট বডি, শিক্ষক সমিতিসহ আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া সকল শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব পালনে ব্যর্থতার ও শিক্ষার্থীদের মৃত্যু ঝুঁকিতে ফেলার দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা এবং নিজ নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করতে হবে। অন্যথায় আমরা তাদেরকে ক্যাম্পাস থেকে চিরজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করতে বাধ্য হব। তবে যারা দায় স্বীকার করে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন তাদের ক্যাম্পাসে থাকার বিষয়ে শিক্ষার্থীরা বিবেচনা করবেন।
মন্তব্য করুন