• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

রোববার হাবিপ্রবির আবাসিক হল খুলবে শিক্ষার্থীরা

হাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ আগস্ট ২০২৪, ০৫:২৯
রোববার হাবিপ্রবির আবাসিক হল খুলবে শিক্ষার্থীরা
ছবি : সংগৃহীত

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দিন থেকে প্রশাসনিক অচলাবস্থা দেখা গেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)। কবে নাগাদ ক্লাস পরীক্ষা চালু হবে ও হল খোলা হবে সে ব্যাপারে নিশ্চিত নয় হাবিপ্রবি প্রশাসন।

বিভিন্ন সূত্রে জানা যায়, সরকার পতনের রাতেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান সেনাবাহিনীর সহায়তায় ক্যাম্পাস ত্যাগ করেন। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন বলে জানা যায়।

গত ৬ আগস্ট (মঙ্গলবার) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ( আইএসপিআর) বিশ্ববিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত দেয়। বিশ্ববিদ্যালয় খোলার দ্বিতীয় দিন শেষেও আবাসিক হলসমূহ খোলা ও ক্লাস পরীক্ষা চালুর ব্যাপারে প্রশাসনিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই মুহূর্তে ক্যাম্পাসে অবস্থান না করায় এবং রুটিন দায়িত্ব কাউকে না দিয়ে যাওয়ায় প্রশাসনিক কাজগুলো ব্যাহত হচ্ছে। আপাতত নতুন সরকার গঠন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

পদত্যাগের ব্যাপারে রেজিস্ট্রার বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুজ্জামান এখনও পদত্যাগ করেননি। এ ছাড়াও অন্য কোনো দায়িত্বপ্রাপ্ত শিক্ষকও এখন পর্যন্ত পদত্যাগ করার খবর পাওয়া যায়নি।

আবাসিক হল খোলার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের হল সুপার কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আফরোজা খাতুন বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে হলসমূহ খুলে দিতে চাই। শিক্ষার্থীরাই চাচ্ছে দু-একদিন দেরি করে হল খুলতে। আমরা শিক্ষার্থীদের অপেক্ষায় আছি। শিক্ষার্থীরা চাইলেই হল খুলে দেওয়া হবে।

হাবিপ্রবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আমরা আগামী রোববার (১১ আগস্ট) প্রশাসনের সহযোগিতায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আবাসিক হলগুলোতে উঠতে চাই। আমরা চাই সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি মুক্ত হলে মেধার ভিত্তিতে সমাজ গড়ার সুযোগ পাবে। বৈষম্যবিরোধী আন্দোলনের বিরোধিতা করেছে এমন ছাত্রলীগের কমিটির কাউকে হলে উঠার কোনো সুযোগ দেওয়া হবে না।

প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশিদ বলেন, হল খোলার ব্যাপারে সবার সঙ্গে আলাপ আলোচনা করে জানাতে পারবো।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান এরসঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন ধরেননি তিনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের দুই মামলা  
দিনের ভোট রাতে হবে, এটা হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্র: রিজভী
শেখ রেহানা ও তার সন্তানদের বিরুদ্ধে ৩ মামলা, সহযোগী শেখ হাসিনা 
শেখ হাসিনা ও তার পরিবার যেখানে ইচ্ছা লুটপাট করেছে: রিজভী