• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

ক্লাস, পরীক্ষা ও হল চালুর নোটিশ দিয়ে পদত্যাগ করলেন হাবিপ্রবি ভিসি

হাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ আগস্ট ২০২৪, ১৬:২২
ক্লাস, পরীক্ষা ও হল চালুর নোটিশ দিয়ে পদত্যাগ করলেন হাবিপ্রবি ভিসি
ছবি : আরটিভি

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে শুরু হতে যাচ্ছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষা কার্যক্রম। ১৮ আগস্ট থেকে ক্লাস পরীক্ষা এবং ১২ আগস্ট থেকে আবাসিক হল চালুর নোটিশ দিয়ে পদত্যাগ করেছেন উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান।

শুক্রবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিগত ৬ আগস্টে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার এক সরকারি ঘোষণার প্রেক্ষিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষা কার্যক্রম (পরীক্ষাসহ) আগামী ১৮ আগস্ট থেকে শুরু হবে। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ আগামী ১২ আগস্ট থেকে খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ডরমিটরি নীতিমালা ২০০৩ এর আলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে হলসমূহে শিক্ষার্থীদের আবাসন কার্যক্রম চলমান থাকবে।

এর আগে গত ৮ আগস্ট বৃহস্পতিবার ২৪ ঘণ্টার মধ্যে উপাচার্য রেজিস্ট্রার প্রক্টরসহ দপ্তর সমূহের পরিচালকগণের পদত্যাগের আলটিমেটাম দেয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাইকমিশনে হামলার প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ 
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দক্ষ করতে দুই দিনব্যাপী কর্মশালা
ইসকন নিষিদ্ধের দাবিতে হাবিপ্রবিতে বিক্ষোভ
প্রান্তিক অঞ্চলে হাবিপ্রবির ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প