• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদের পদত্যাগ

শাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ আগস্ট ২০২৪, ১৭:৩৪
শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদের পদত্যাগ
ছবি : সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন।

শনিবার (১০ আগস্ট) বিকেলে পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, আমি ব্যক্তিগত কারণে আমার পদ থেকে পদত্যাগ করছি। আজকে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি।

জানা যায়, ব্যক্তিগত কারণ দেখিয়ে উপাচার্যের পদ ছেড়েছেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। আজই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর আগে শাবিপ্রবির সকল হলের প্রভোস্ট, প্রক্টরিয়াল বডির সদস্যরা পদত্যাগ করেন। বাকি যারা আছে তারাও পদত্যাগ করবেন বলে জানা যাচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার শাবিপ্রবির প্রক্টরিয়াল বডির সকল সদস্য, হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্ট সকলে রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন।

গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের। পরদিন ৬ আগস্ট ভেঙে দেওয়া হয় সংসদ। এরপর একে একে অনেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করতে থাকেন। এ ছাড়া বিভিন্ন পদে হয় রদবদল।

এরই মধ্যে প্রধান বিচারপতির পদ থেকে বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামালের পদত্যাগের খবর আসে। সবশেষ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের খবর এলো।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাবিপ্রবি ক্যাম্পাসে দলীয় ব্যানারে ‘আপাতত’ কার্যক্রম না করার নির্দেশ
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ৩ নভেম্বর
আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় দেশসেরা শাবিপ্রবি
শাবিপ্রবি শিক্ষার্থীদের তৈরি ‘টিউশন অ্যাপ’ উদ্বোধন করলেন উপাচার্য