কুবির প্রক্টরিয়াল বডি ও দুই আবাসিক শিক্ষকের একযোগে পদত্যাগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও দুই হলের দুই হাউজ টিউটর পদত্যাগ করেছেন। শনিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রক্টরিয়াল বডি থেকে প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. কাজী ওমর সিদ্দিকী, সহকারী প্রক্টর-মো. জাহিদ হাসান, অমিত দত্ত, আবু ওবায়দা রাহিদ রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে আরেক সহকারী প্রক্টর শারমিন সুলতানা সন্ধ্যায় পদত্যাগ পত্র জমা দেন।
এছাড়া নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের হাউজ টিউটর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের হাউজ টিউটর পদ থেকে পদত্যাগ করেছেন আইসিটি বিভাগের প্রভাষক কাশমী সুলতানা ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সজীব রহমান।
এ ব্যাপারে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুক চৌধুরী বলেন, ‘আমি প্রক্টরিয়াল বডির সবার এবং দুই হলের হাউজ টিউটরের পদত্যাগপত্র পেয়েছি।’
মন্তব্য করুন