• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

জবি উপাচার্য সাদেকা হালিমের পদত্যাগ

জবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ আগস্ট ২০২৪, ২২:০৭
ফাইল ছবি

পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

রোববার (১১ আগস্ট) সন্ধ্যায় তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আইনুল ইসলামও তথ্যটি নিশ্চিত করেছেন।

সাদেকা হালিম বলেন, কিছুক্ষণ আগে রাষ্ট্রপতি বরাবর আমি পদত্যাগপত্র পাঠিয়েছি।

এর আগে, দুপুর আড়াইটায় উপাচার্য রেজিস্ট্রার প্রক্টরিয়াল বডি ও হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদের পদত্যাগের জন্য ২৪ ঘণ্টা আল্টিমেটাম দেওয়া হয়। এরপর তিন ঘণ্টার মধ্যে পদত্যাগ করলেন তিনি।

সাদেকা হালিম বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ এবং প্রথম নারী উপাচার্য। ২০২৩ সালের ৩০ নভেম্বর প্রয়াত উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের জায়গায় স্থলাভিষিক্ত হন তিনি।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্ট্রপতিকে সম্মানের সঙ্গে পদত্যাগ করতে বললেন চরমোনাই পীর
নিজ উদ্যোগেই রাষ্ট্রপতির পদত্যাগ করা উচিত: চরমোনাই পীর
এবার জাপা চেয়ারম্যানের উপদেষ্টার পদত্যাগ
ছাত্র-জনতার বিপ্লব বাস্তবায়নে জাপার সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ