• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

অনির্দিষ্টকালের জন্য শাটডাউনে নোবিপ্রবি

নোবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ আগস্ট ২০২৪, ১৭:৩০
ছবি : আরটিভি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভিসি, প্রো-ভিসি ও রেজিস্ট্রার এখনো পদত্যাগ না করায় অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাসে শাটডাউন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ।

বুধবার (১৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শাটডাউনের ঘোষণা দেওয়া হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন নোবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহমুদুল হাসান আরিফ ও বণি ইয়ামিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসি, প্রো-ভিসি ও রেজিস্ট্রার পদত্যাগ না করায় পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বুধবার দুপুর ১টা থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ঘোষণা করা হলো। পদত্যাগ না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই শাটডাউন চলমান থাকবে।

এতে আরও বলা হয়, শাটডাউন চলাকালীন বিশ্ববিদ্যালয়ের সব ধরনের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষার্থীদের আবাসিক হল, শিক্ষকদের আবাসিক এলাকা, জরুরি পরিসেবা, শিক্ষক-শিক্ষার্থীদের পরিবহন সেবা এবং বিশেষ কিছু ল্যাব কার্যক্রম এই শাটডাউনের আওতামুক্ত থাকবে।

সরেজমিনে দেখা সায়, নোবিপ্রবির প্রশাসনিক ভবন, ভিসির বাসভবন, ভি আই পি গেস্ট হাউস, একাডেমিক ভবন ১ ও ২ এবং লাইব্রেরি ভবনে তালা দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

নোবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বণি ইয়ামিন বলেন, ভিসি, প্রো-ভিসি ও রেজিস্ট্রার এখনও পদত্যাগ না করায় আমরা এই শাটডাউন কর্মসূচি হাতে নিয়েছি। তারা পদত্যাগ না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই শাটডাউন চলবে।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুকের ব্যথায় নোবিপ্রবি ছাত্রের মৃত্যু
ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় নোবিপ্রবিতে আনন্দমিছিল 
নোবিপ্রবি সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন   
বন্ধুদের ‘গাঁজা ট্রিট’ দিতে এসে নোবিপ্রবিতে ৪ যুবক আটক