• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

১৮ আগস্ট থেকে খুবির শিক্ষা কার্যক্রম শুরু

আরটিভি নিউজ

  ১৬ আগস্ট ২০২৪, ১১:৫৯
ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষা কার্যক্রম আগামী ১৮ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে ভিসি ও একাডেমিক প্রধানদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

খুবি উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে বৈঠকের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করা হয়।

এ সময় শিক্ষা কার্যক্রম শুরু করার বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশনা নিয়ে আলোচনা হয়। পরে সিদ্ধান্ত হয় ১৮ আগস্ট থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হবে।

বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসসহ বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্ট ও বিভিন্ন বিভাগের পরিচালকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খুবির উপাচার্য, রেজিস্ট্রারসহ ৬৭ জনের পদত্যাগ
নোবিপ্রবির শিক্ষা কার্যক্রম কমিটি বিলুপ্ত
শিক্ষা কার্যক্রম পরিচালনায় নোবিপ্রবি শিক্ষক সমিতির কমিটি গঠন
৩০০ কক্ষ ভাঙচুর, সংস্কারের পরই চালু হবে শিক্ষা কার্যক্রম: ঢাবি উপাচার্য