বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ও প্রক্টর ড. মো. আব্দুল কাইউম পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন জনসংযোগ বিভাগের উপপরিচালক ফয়সল আহমেদ রুমি।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, সোমবার আমাদের বিক্ষোভ থেকে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয়। মঙ্গলবার সকাল থেকে তাদের পদত্যাগের দাবিতে সোচ্চার ছিলেন শিক্ষার্থীরা। তারা একাডেমিক ভবনের নিচে বিক্ষোভে ফেটে পড়েন। একপর্যায়ে উপাচার্য ও প্রক্টর পদ্যাত্যাগ করেন। পরে তাদের পদত্যাগের খবরে ক্যাম্পাসে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের উপপরিচালক ফয়সল আহমেদ রুমি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপাচার্য এবং প্রক্টর পদত্যাগ করেছেন। উপাচার্যের পদত্যাগ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন