খুবির উপাচার্য, রেজিস্ট্রারসহ ৬৭ জনের পদত্যাগ
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, ট্রেজারার ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রভোস্ট ও প্রকল্প পরিচালকসহ ৬৭ জন কর্মকর্তা বিভিন্ন পদ থেকে পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, তিনিসহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহামুদ হোসেন, সহ-উপাচার্য মোসা. হোসনে আরা, রেজিস্ট্রার অমিত রায় চৌধুরীসহ সব প্রভোস্ট ও সহকারী প্রভোস্টসহ ৬৭ জন কর্মকর্তা বিভিন্ন পদ থেকে পদত্যাগ করেছেন। সকলেই ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
পদত্যাগ করে তারা পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয়ের আচার্য ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সচিবের নিকট পাঠিয়েছেন।
দুপুরে পদত্যাগের আগে উপাচার্য ড. মাহামুদ হোসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পদত্যাগের সিদ্ধান্তের বিষয় নিয়ে আলোচনা করেন।
এর আগে ১১ আগস্ট খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন ও আটজন ছাত্রবিষয়ক সহকারী পরিচালক একযোগে পদত্যাগ করেন। ১১ আগস্ট দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে তারা তাদের পদত্যাগপত্র জমা দেন।
মন্তব্য করুন