• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

বন্যার্তদের সহায়তায় এক দিনের বেতন দেবে গণ বিশ্ববিদ্যালয়

গবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ আগস্ট ২০২৪, ২৩:৫৬
ফাইল ছবি

দেশের বন্যা কবলিত মানুষদের সাহায্যার্থে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ট্রাস্টি বোর্ডের নির্দেশনায় একদিনের বেতন প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সদ্য ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু মুহাম্মদ মুকাম্মেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্মরণকালের ভয়াবহ বন্যায় প্রাণহানীসহ প্রায় ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যাদুর্গত এলাকায় গণস্বাস্থ্য কেন্দ্রের ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আগস্ট মাসের একদিনের বেতন গণস্বাস্থ্য ত্রাণ তহবিলে প্রদান করা হবে।

জানা যায়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হিসাব বিভাগকে কর্তৃপক্ষের নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগ পৃথকভাবে বন্যার্তদের জন্য শুকনা খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করেছেন। এছাড়াও নয়টি বিভাগ ও দুটি সংগঠন ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় বন্যার্ত এবং পানিবন্দি মানুষদের সহযোগিতায় সম্মিলতভাবে প্রায় ১ হাজার পরিবারের জন্য ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত রেখেছে।

মন্তব্য করুন

Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গবিসাস কার্যালয়ে হামলার চেষ্টা, তদন্ত কমিটি গঠন
গবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দফায় দফায় মারামারি 
গণ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠনের মতবিনিময় সভা 
গবির ট্রাস্টি বোর্ডে নতুন সভাপতি, রেজিস্ট্রার তাসাদ্দেককে অব্যাহতি