• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

বন্যার্তদের সাহায্যের জন্য রাবিতে কনসার্ট

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ আগস্ট ২০২৪, ১৩:০৭
বন্যার্তদের সাহায্যের জন্য রাবিতে কনসার্ট
ছবি : আরটিভি

‘যত বিপদ, তত ঐক্য’ স্লোগানে বন্যার্তদের জন্য ফান্ড সংগ্রহের উদ্দেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টা থেকে শহীদ মিনার সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শুরু হয় অনুষ্ঠানটি। শেষ হয় রাত ১০টায়।

সংশ্লিষ্টরা জানান, কনসার্টটির শিরোনাম ছিলো ‘শুদ্ধ সত্তা ফান্ড রেইজিং কনসার্ট’। কনসার্টে বিশ্ববিদ্যালয়ের ও বাইরের ২০ জনের বেশি শিল্পী সংগীত পরিবেশন করেন। এ সময় মোট ত্রিশ হাজারের বেশি টাকা সংগ্রহ করা হয়।

এ বিষয়ে স্বেচ্ছাসেবকদের একজন ইংরেজি বিভাগের শিক্ষার্থী তুহিন জাওয়াদের সঙ্গে কথা হয়। তিনি বলেন, এই কর্মসূচির উদ্দেশ্য বন্যাদুর্গত মানুষদের জন্য ফান্ড সংগ্রহ করা। আমাদের বিশ্ববিদ্যালয়ের ও বাইরের মিউজিসিয়ানদের সহায়তায় আজকের এই কর্মসূচি। যেই ফান্ড সংগ্রহ করা হয়েছে, সেটা শিগগিরই আমরা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পাঠিয়ে দেবো। আর এখানে নির্দিষ্ট কোনো আয়োজক ছিলো না। বিভিন্ন ডিপার্টমেন্টের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগেই এটির আয়োজন করা হয়েছিল।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রাবি শিক্ষকের
কনসার্টে ১০ জন পদপিষ্ট, মুখ খুললেন সংগীতশিল্পী
কোরআন পোড়ানোর প্রতিবাদে রাবিতে গণকোরআন তিলাওয়াত
৫ বছর পর রাবির দ্বাদশ সমাবর্তন, তারিখ ঘোষণা