• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

নোবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের নতুন পরিচালক নিজাম উদ্দীন

নোবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৩
ছবি : আরটিভি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড ম্যাথম্যাটিকস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নিজাম উদ্দীন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) নোবিপ্রবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) তামজিদ হোছাইন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।

অফিস আদেশ বলা হয়, কর্তৃপক্ষের আদেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এপ্লায়েড ম্যাথম্যাটিকস বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন কে নিম্নোক্ত শর্তে সাময়িক সময়ের জন্য ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক পদে নিয়োগ দেয়া হলো।

নিয়োগের শর্তে বলা হয়, নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে আপনার এই নিয়োগ বিবেচিত হবে। এই নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে। বিধি মোতাবেক নির্ধারিত ভাতা ও সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন তিনি।

সহযোগী অধ্যাপক মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, ভিসি ক্যাম্পাসে আসলে তার সঙ্গে পরামর্শ করে শিক্ষার্থীদের উন্নয়নে কি কাজ করা যায় সেটা দেখবো।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
৫২৪ কর্মী নিয়োগ দেবে ডাক বিভাগ
পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে নিয়োগ