• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

শাবিপ্রবির নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম

শাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৫১
ছবি : আরটিভি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির। তিনি মো. ফজলুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) উপ-রেজিস্ট্রার ইউনুস আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. ফজলুর রহমানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অতিরিক্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

নতুন দায়িত্বের বিষয়ে সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির বলেন, বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনদের নিয়ে কাজ করতে চাই। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করি।

এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারসহ শাবিপ্রবির ৮৩জন প্রশাসনিক ব্যক্তি পদত্যাগ করেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাবিপ্রবি ছাত্রলীগের ২৯ সদস্যকে সাময়িক বহিষ্কার
শাবিপ্রবিতে প্রথমবারের মতো কোরআন অলিম্পিয়াড অনুষ্ঠিত
শাবিপ্রবি শিবিরের নেতৃত্বে তারেক-তুহিন
শাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত