• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

গণ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠনের মতবিনিময় সভা 

গবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৫
গণ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠনের মতবিনিময় সভা 
ছবি : আরটিভি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) বিভিন্ন সংগঠনের নেতাদের অংশগ্রহণে ‘পরিবর্তিত পরিস্থিতিতে কেমন ক্যাম্পাস চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে গবি সাংবাদিক সমিতির (গবিসাস) উদ্যোগে তাদের নিজস্ব কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়। গবিসাসের সহসভাপতি ইউনুস রিয়াজের সভাপতিত্বে আয়োজনে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সানজিদা জান্নাত পিংকি।

আমন্ত্রিত অতিথিরা ক্যাম্পাসের বিভিন্ন সংকট এবং সম্ভাব্য সমাধানের বিষয়ে আলোকপাত করেন। ক্যাম্পাসের ইতিবাচক পরিবর্তনে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একইসাথে সকল সংগঠনের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ সৃষ্টির দাবি জানান তারা।

সার্বিক বিষয়ে আয়োজকরা জানান, প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর মতাদর্শ এবং সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠাকে সামনে রেখে সংকট-সংস্কার-সম্ভাবনার নিরিখে আমরা ইতিবাচক ক্যাম্পাস গড়তে চাই। সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসেবে ক্যাম্পাস সংস্কারের জন্য সবাই হাতে হাত রেখে এগিয়ে যাওয়াই আমাদের প্র‍য়াস।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের মধ্যে ডিবেটিং সোসাইটি, ক্যারিয়ার ডেভোলপমেন্ট ক্লাব, মিউজিক ক্লাব, ব্লাড কালেক্টর’স, স্টুডেন্ট ফোরাম, কালেরকন্ঠ শুভসংঘ, অগ্নিসেতু সাংস্কৃতিক পরিষদ, বাণী অর্চনা সংঘ, আজকের পত্রিকা পাঠকবন্ধু, আদিবাসী শিক্ষার্থী সহ অন্যান্য ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে যানজট নিরসনে পৌর প্রশাসকের মতবিনিময় সভা 
গণ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
গণ বিশ্ববিদ্যালয়ে উত্তাল জুলাইয়ের প্রামাণ্যচিত্র প্রদর্শনী
সোনারগাঁয়ে আলেমদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা