• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

মারা গেছেন ইবি শিক্ষক ড. মুঈদ

আরটিভি নিউজ

  ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৩
ড. মুঈদ রহমান
ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ও বিশিষ্ট কলামিস্ট ড. মুঈদ রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে তিনি মারা যান।

মৃত্যুকালে ড. মুঈদ রহমানের বয়স হয়েছিল ৬০ বছর। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-রেজিস্ট্রার রশিদুজ্জামান খান টুটল।

পারিবারিক সূত্রে জানা গেছে, অধ্যাপক মুঈদ রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়ায় নিজ বাসায় অবস্থানকালে হঠাৎ বুকে ব্যথা শুরু হয়। পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের পক্ষ থেকে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হতে পারে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে তারা জানাজা অনুষ্ঠিত হবে।

কুষ্টিয়া সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আমরা জরুরি বিভাগে তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বেলাল আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, ১৯৬৪ সালের ৩০ জুন চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলায় জন্মগ্রহণ করেন আব্দুল মুঈদ। তিনি বিশিষ্ট কলামিস্ট হিসেবে পরিচিত। এ ছাড়াও তিনি ইবির অর্থনীতি বিভাগের সভাপতি ছিলেন।

আরটিভি/এবি-এ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাম চোখে সমস্যা, শিশুর ডান চোখ অপারেশন করলেন চিকিৎসক
যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার, হাসপাতালে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু
বিদ্যালয়ের পাশে হাসপাতালের আবর্জনা, মালিককে অর্থদণ্ড
আরও ৩৯ ডেঙ্গু রোগী হাসপাতালে