• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

অস্বাস্থ্যকর খাবারে স্বাস্থ্য ঝুঁকিতে হাবিপ্রবির শিক্ষার্থীরা

হাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২২:২০
অস্বাস্থ্যকর খাবার
ছবি: আরটিভি

অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন খাবারে চরম স্বাস্থ্য ঝুঁকিতে দিন পার করছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রায় ১২ হাজার শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ডাইনিং ও ক্যান্টিনে মানসম্মত ও স্বল্প মূল্যের খাবারের অভাবে বিশ্ববিদ্যালয় সংলগ্ন হোটেল ও রেস্টুরেন্ট নির্ভর হয়ে আছেন শিক্ষার্থীরা। হোটেলগুলোর রান্নাঘরের অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহে ব্যর্থ হচ্ছে হোটেল কর্তৃপক্ষ।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাঁশেরহাটের হাইওয়ে রেস্টুরেন্টে দই মিষ্টি খেয়ে ফুড পয়জনের স্বীকার হয়েছে বেশ কয়েকজন শিক্ষার্থী। এ ছাড়াও বাঁশেরহাটের সাদিক হোটেলের খবরে তেলাপোকা, নোংরা খাবার ও বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার খাবারে পোকা পাওয়ার অভিযোগ করেছে শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া কর্তৃপক্ষ জানায়, গতকালকে খিচুড়ি নিয়ে অভিযোগ আসার পর পরই ক্যাফেটেরিয়া কর্তৃপক্ষ খিচুড়ি সেল বন্ধ করে এবং রাধুনিকে কড়াভাবে সতর্ক করে। এ ছাড়াও রান্নার সামগ্রী ভালোভাবে চেক করে কোনো সমস্যা পাওয়া যায়নি। এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং দুর্ঘটনা বলা যেতে পারে। এর জন্য আমরা গত কালকেই ফেসবুক পোস্টের মাধ্যমে ক্ষমা চেয়েছি। আবারও ক্ষমা চাচ্ছি। আমরা আরও সচেতন হয়েছি। খাবারের মান ধরে রাখতে শিক্ষার্থীদের অভিযোগ এবং পরামর্শ আমাদের আরও সহযোগিতা ও সচেতন করছে। আমরা স্বাস্থ্যকর খাবার সরবরাহে বদ্ধ পরিকর।

এ বিষয়ে দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, আমরা তো সবসময় বাঁশেরহাটের হোটেল গুলোকে নজরদারিতে রাখতে পারি না। এর আগেও আমরা হোটেলগুলো ইন্সপেকশনে গেছি। অনেক হোটেলকে জরিমানাও করেছি। কয়েকদিনের মধ্যে আমরা আবারও যাব। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও কার্যকর পদক্ষেপ নিতে পারে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আবারও মনিটরিংয়ে যাব।

বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা বলেন, আমরা বিষয়টি খুব আন্তরিকতার সঙ্গে দেখছি। এখনও পুরোপুরি প্রক্টরিয়াল বডি তৈরি হয়নি। এর কারণে একটু অসুবিধা হচ্ছে। আমরা কয়েকদিনে মধ্যেই হোটেলগুলো মনিটরিংয়ে যাব এবং নিয়মিত মনিটরিং করার প্ল্যান আছে। এ ছাড়াও হল সুপারদের সঙ্গে বসে হলের ডাইনিংগুলো পুরো দমে চালুসহ খাবারের মান উন্নয়ন করারও পরিকল্পনা আছে। এতে শিক্ষার্থীদের হোটেল নির্ভরতা কমবে।

আরটিভি/ এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিল্লিতে অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের চিহ্নিত করার নির্দেশ
ভোগাই নদীতে ডুবে প্রাণ গেল ২ শিক্ষার্থীর 
বনানীতে প্রাইম এশিয়ার শিক্ষার্থীদের সড়ক অবরোধ
সহপাঠী নিহতের ঘটনায় সর্বোচ্চ শাস্তিসহ ৫ দফা দাবি বুয়েট শিক্ষার্থীদের