• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

রাবি লিগ্যাল সেলের নতুন প্রশাসক 

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২২:০০
ছবি: আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) লিগ্যাল সেলের নবনিযুক্ত প্রশাসক আইন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রহিম মিয়া।

বুধবার (১৮ সেপ্টেম্বর) তিনি দায়িত্বে যোগদান করেছেন।

উপাচার্য অধ্যাপক মো. সালেহ হাসান নকীব তাকে এ পদে নিয়োগ প্রদান করেন। দায়িত্বে যোগদানকালে লিগ্যাল সেলের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।

প্রফেসর ড. মো. আব্দুর রহিম মিয়া রাবি আইন বিভাগ থেকে ২০০১ সালে স্নাতক (সম্মান) ও ২০০২ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১১ সালে তিনি রাবি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৪ সালে রাবি আইন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন ও ২০১৮ সালে প্রফেসর পদে উন্নীত হন। তিনি শহীদ হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার ৪০টি গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। তিনি সফলভাবে ১৩টি আইনবিষয়ক গবেষণা প্রকল্প সম্পন্ন করেছেন। দায়িত্বে যোগদানের পর প্রশাসক তার দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

আরটিভি/এমএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবি গ্রন্থাগার ও ক্যাফিটেরিয়ায় নতুন প্রশাসক নিয়োগ
রাবির লিগ্যাল সেলের নতুন প্রশাসক ড. সাদিকুল ইসলাম