• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

চাকরির বয়সসীমা ৩৫ সুপারিশ

পিএসসি অভিমুখে রোববার লং মার্চ ঢাবির একদল শিক্ষার্থীর

আরটিভি নিউজ

  ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০২
ছবি: সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়কে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক চাকরির আবেদনের বয়সসীমা ৩৫ ও অবসরের বয়সসীমা ৬৫ বছর করার সুপারিশ প্রত্যাহার না করলে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) অভিমুখে লং মার্চ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে এই লং মার্চের ঘোষণা দেওয়া হয়।

ঘোষণা অনুযায়ী আগামী রোববার (২২ জুলাই) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এই লং মার্চ শুরু হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সগির কর্মসূচি ঘোষণা করে বলেন, আমরা এই ৩৫-৬৫ বয়সসীমা বাতিল চাই। স্বাধীন দেশে আমরা বৈষম্য চাই না। শিক্ষার্থীদের স্বাধীন করা দেশে আমলাদের সুবিধা নিতে দেবো না। আমাদের দাবি মেনে না নিলে আগামী রোববার আমরা রাজু ভাস্কর্যের সামনে থেকে পিএসসি অভিমুখে লং মার্চ করব। সব শিক্ষার্থীরা আমাদের সঙ্গে রয়েছে।

আরটিভি/এমএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিল্লিতে অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের চিহ্নিত করার নির্দেশ
ভোগাই নদীতে ডুবে প্রাণ গেল ২ শিক্ষার্থীর 
বনানীতে প্রাইম এশিয়ার শিক্ষার্থীদের সড়ক অবরোধ
সহপাঠী নিহতের ঘটনায় সর্বোচ্চ শাস্তিসহ ৫ দফা দাবি বুয়েট শিক্ষার্থীদের