• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

জাবিতে রাজনীতি নিষিদ্ধের দাবি, ৪৮ ঘণ্টার আলটিমেটাম

আরটিভি নিউজ

  ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১২
জাবিতে রাজনীতি নিষিদ্ধের দাবি, ৪৮ ঘণ্টার আলটিমেটাম
ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রাজনীতি নিষিদ্ধের দাবিতে উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

মিছিলটি সমাজবিজ্ঞান অনুষদ সড়ক ও ছাত্রীহলের সমানের সড়ক ঘুরে এসে উপাচার্যের বাসভবনের সামনে শেষ হয়।

মিছিল শেষে উপাচার্যের সঙ্গে দেখা করেন শিক্ষার্থীরা। পরে আলটিমেটাম দিয়ে সেখান থেকে চলে আসেন তারা।

এর আগে জুমার নামাজ শেষে বিভিন্ন হল থেকে ছোট ছোট দল নিয়ে শহীদ মিনারের সামনে জড়ো হন তারা।

উপাচার্যের কাছে দাবি জানিয়ে ইংরেজি ৪৮ ব্যাচের শিক্ষার্থী হাফিজুর রহমান বলেন, ‘১৫ জুলাই হামলা এবং ১৮ আগস্টে শামীম মোল্লার মৃত্যু দুটোই রাজনীতির কুফল। আমরা আশা করি, রাজনীতি স্থগিত নয়, সবার দাবির আলকে আপনি আজীবন রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দেবেন।’

এ বিষয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাকিল আহমেদ বলেন, ‘আপনি বলেছিলেন শিক্ষার্থীদের কল্যাণে যা করা দরকার আপনি তাই করবেন। এখন আপনি দেখেন আমিসহ সব শিক্ষার্থী ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ চায়। আমরা আপনাকে ৪৮ ঘণ্টা সময় দিচ্ছি। এর মধ্যে আশা করি, আপনি আমাদের দাবি পূরণ করবেন এবং অনতিবিলম্বে জাকসু নির্বাচনের ব্যবস্থা করবেন।’

শিক্ষার্থীদের দাবির কথা শুনে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘আমার নির্ধারিত সভা বাদ দিয়ে রোববার প্রশাসনের সবার সঙ্গে এ বিষয়ে আলোচনা করবো। যে কাজটি ন্যায্য এবং ছাত্রদের কল্যাণ আছে, আমরা সেটাই করবো। আর সেটি করতে আমাকে পদত্যাগ করতে হলে করবো।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবিতে নেপালি শিক্ষার্থী আটক
জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ জানুয়ারি
প্রেমিককে ভিডিও কলে রেখে জাবি শিক্ষার্থীর আত্মহত্যা
জাবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত