• ঢাকা শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১
logo

রাবিতে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের সম্পর্কে অভিযোগ জানানোর আহ্বান

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩৭
রাবিতে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের সম্পর্কে অভিযোগ জানানোর আহ্বান
ছবি : আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী নিপীড়ন ও সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে অভিযোগের আহ্বান জানানো হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদারের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

লিখিত বিবৃতিতে বলা হয়, ‘আবাসিক হলসমূহে বিগত সময়ে শিক্ষার্থী নিপীড়ন, সিট দখল, সিট বাণিজ্য, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত ছিলো তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে স্ব স্ব হলের প্রাধ্যক্ষের কাছে জমা দেওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য যে, অভিযোগকারীর নাম-পরিচয় গোপন রাখা হবে।’

আরও বলা হয়, ‘২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে প্রাধ্যক্ষ পরিষদের সাধারণ সভায় উপরিউক্ত বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। এই বিষয়ে বিভিন্নভাবে অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশক্রমে প্রাধ্যক্ষ পরিষদ এই পদক্ষেপ গ্রহণ করবে।’

এর আগে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রধান ফটকে ছাত্রলীগের নেতাকর্মীদের নাম, ছবি টানিয়ে সন্ত্রাসী বলে আখ্যা দেন সাধারণ শিক্ষার্থীরা।

আরটিভি/কেএম-টি

মন্তব্য করুন

Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরু-খাসি নিয়ে ‘বিজয়-২৪’ উদযাপন রাবি শিক্ষার্থীদের
মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল
আ.লীগ কর্মীর হাঁসুয়ার কোপে বিএনপি কর্মী নিহত
‘শেষবারের মতো মাকে কল দে’ বলে রাবি শিক্ষার্থীকে নির্যাতন