• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

আরটিভিতে উপাচার্যের সাক্ষাৎকার 

নোবিপ্রবির ময়নাদ্বীপের সৌন্দর্য রক্ষায় কমিটি গঠন

মো. রিয়াদুল ইসলাম, আরটিভি নিউজ

  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৫৫
নোবিপ্রবির ময়নাদ্বীপের সৌন্দর্য রক্ষায় কমিটি গঠন
ছবি : সংগৃহীত

পরিযায়ী পাখির আবাসস্থল হিসেবে খ্যাত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ময়নাদ্বীপের নাজুক অবস্থা নিয়ে আরটিভিতে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাক্ষাৎকার নেওয়ার পর ময়না দ্বীপের নৈসর্গিক সৌন্দর্য রক্ষায় কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ময়নাদ্বীপের নৈসর্গিক সৌন্দর্য রক্ষায় কমিটি গঠনের বিষয়টি আরটিভিকে নিশ্চিত করে একটি অফিস আদেশের কপি প্রেরণ করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) তামজিদ হোসাইন স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, কর্তৃপক্ষের আদেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জীববৈচিত্র সংরক্ষণ, বিশেষ করে মেডিকেল সেন্টার থেকে স্টাফ কোয়ার্টার পর্যন্ত রাস্তার উভয় পাশের লেকের (ময়নাদ্বীপ) নৈসর্গিক সৌন্দর্য রক্ষা এবং পরিযায়ী পাখিদের বিচরণের জন্য অভয়ারণ্য তৈরি ও রক্ষার জন্য প্রয়োজনীয় গবেষণা ভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণের জন্য একটি কমিটি গঠন করা হলো।

অফিস আদেশ সূত্রে জানা যায়, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক জনাব হুমায়রা মাহমুদকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়াও সদস্য হিসেবে রয়েছে ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. নাহিদা সুলতানা, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক তানজিনা আলম, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক মেহেদী হাসান ও একই বিভাগের প্রভাষক নিশাত ফারাবি।

উল্লেখ্য, গত বুধবার (১৮ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের বিভিন্ন দাবি নিয়ে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের সাক্ষাৎকার নেন আরটিভি প্রতিনিধি মো. রিয়াদুল ইসলাম।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুকের ব্যথায় নোবিপ্রবি ছাত্রের মৃত্যু
ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় নোবিপ্রবিতে আনন্দমিছিল 
নোবিপ্রবি সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন   
বন্ধুদের ‘গাঁজা ট্রিট’ দিতে এসে নোবিপ্রবিতে ৪ যুবক আটক