• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

চবির ২ হলে তল্লাশি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার 

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ০১ অক্টোবর ২০২৪, ০৯:০৩
চবির ২ হলে তল্লাশি, বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার 
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আবদুর রব ও শাহজালাল হলে তল্লাশি অভিযান পরিচালনা করেছে প্রক্টরিয়াল বডি। এ সময়ে ৩০টি রামদা, ১৮টি মদের বোতল, ৫টি হেলমেটসহ রড ও স্টাম্প উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, এখন পর্যন্ত আমরা আবদুর রব ও শাহজালাল হল তল্লাশি করে বিপুল পরিমাণ ধারাল দেশীয় অস্ত্র করেছি। এ ছাড়া কয়কটি হেলমেটসহ রড-স্টাম্প উদ্ধার করা হয়েছে। অভিযান পরিচালনা করার মূল কারণ হচ্ছে, আমরা আগামী ৬ তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালু করার সিদ্ধান্ত নিয়েছি। এ জন্য হলগুলো শিক্ষার্থীদের বসবাসের জন্য উপযুক্ত করতে আমরা কাজ করে যাচ্ছি।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামকে কাঁদিয়ে সেমিফাইনালে খুলনা
পাকিস্তানি চিনি, আলু নিয়ে চট্টগ্রাম বন্দরে এল সেই জাহাজ 
নদী থেকে ১০ রাউন্ড গুলিসহ অস্ত্র উদ্ধার
চুলার আগুনে দগ্ধ হয়ে প্রাণ গেল শিক্ষিকার