• ঢাকা শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
logo

শাবিপ্রবি উপাচার্যের বাংলোর পাশ থেকে অস্ত্র উদ্ধার

শাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ অক্টোবর ২০২৪, ০৮:২৭
ছবি : আরটিভি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের বাংলোর পাশে বাঁশঝাড় থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা অস্ত্রটি নিজেদের বলে দাবি করেছে জালালাবাদ থানা। অস্ত্রটি ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে হারানো অস্ত্রগুলোর মধ্যে একটি বলে জানিয়েছেন থানার ওসি হারুনুর রশিদ।

শুক্রবার (৪ অক্টোবর) অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, দুপুরে উপাচার্যের বাংলোর পাশে অবস্থিত গ্যারেজের পেছনে বাঁশঝাড়ের ভেতরে একটি অস্ত্র দেখতে পান সেখানে কর্মরত এক পরিচ্ছন্নতা কর্মী। খবর পেয়ে বিকেল সাড়ে ৩টায় আমরা সেখানে উপস্থিত হয়ে অস্ত্রটি উদ্ধার করি এবং এটি নিজেদের অস্ত্র বলে নিশ্চিত হই।

উপাচার্যের বাংলোতে অস্ত্র কীভাবে এলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার বিরোধী আন্দোলনের সময় আমাদের অনেকেরই অস্ত্র হারিয়ে যায় এটি সেগুলোর মধ্যে একটি। এখনো অনেক অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি যেগুলো উদ্ধারে আমরা কাজ করে যাচ্ছি।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান সাংবাদিকদের বলেন, উদ্ধার করা অস্ত্রটি পুলিশ সদস্যরা নিয়ে গেছেন। এই অস্ত্রের অপব্যবহার হলে অনেকের নিরাপত্তার ঝুঁকি হতে পারতো। পুলিশ সদস্যরা আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন তাদের অস্ত্র উদ্ধারে সহযোগিতা করার জন্য।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
চবির ২ হলে তল্লাশি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার 
২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধারসহ গ্রেপ্তার ১১০
শাবিপ্রবি ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার