• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

নবীন শিক্ষার্থীদের বরণ করলো ঢাকা মহানগর মহিলা কলেজ

আরটিভি নিউজ

  ০৬ অক্টোবর ২০২৪, ১৪:৪০
সংগৃহীত ছবি

বর্ণিল আয়োজনে ঢাকা মহানগর মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর লক্ষ্মীবাজারে অবস্থিত এ কলেজের নবীন শিক্ষার্থীদের বরণে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি মেজর জেনারেল (অব.) ড. মনিরুল ইসলাম আখন্দ (এনডিসি, পিএসসি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমত আরা।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক প্রফেসর ড. মো. রবিউল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) ড. মনিরুল ইসলাম আখন্দ বলেন, শিক্ষার্থীরা তোমরা দেশের পরিবর্তনে যে অবদান রেখেছো তা চিরস্মরণীয়। এখন সময় এসেছে দেশ গড়ার। প্রত্যাশা করি দেশের উন্নয়নে তোমরা তোমাদের সর্বোচ্চ সেবা দিয়ে যাবে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. রবিউল ইসলাম বলেন, ছাত্র জীবন নিজেকে মানুষ হিসেবে গড়ার সময়। পরিবর্তিত অবস্থার প্রেক্ষাপটে শিক্ষার্থীদের তৈরি করার ভালো সময় এসেছে উল্লেখ করে তাদের সম্ভাবনার উপর আলোকপাত করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কলেজের ছাত্রীরা নৃত্য ও গান পরিবেশনের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করে কলেজ শিক্ষার্থী ফারিয়া আহমেদ ফারহা এবং তাসনুবা নাজনীন। উৎসব মুখর অনুষ্ঠানে কলেজের শিক্ষক- কর্মচারী ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এসএপি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়