• ঢাকা শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১
logo

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য শহীদুল ইসলাম

আরটিভি নিউজ

  ১০ অক্টোবর ২০২৪, ১৪:৫৫
ড. মোহাম্মদ শহীদুল ইসলাম
ছবি: সংগৃহীত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম। তাকে আগামী চার বছরের জন্য নিয়োগ দিয়ে বুধবার (৯ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন-২০১৩-এর ১১১ ধারা অনুসরণ করে রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে তাকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রো-ভাইস চ্যান্সেলর পদে তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী প্রো-ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

২০০৬ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন অধ্যাপক শহীদুল ইসলাম। এর আগে তিনি এশিয়ান ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস- বিইউপিতে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষকতা ছাড়াও শহীদুল ইসলাম একাধিক গবেষণার সঙ্গে জড়িত ছিলেন। এ কাজে তিনি একাধিকবার পুরস্কৃত হয়েছেন। এ ছাড়া তার প্রকাশিত বই পাঠক সমাজে বেশ সমাদৃত।

আরটিভি/এফএ/এআর

মন্তব্য করুন

Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি প্রসঙ্গে যা বললেন উপাচার্য
ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের জন্য সুখবর
নতুন দল গঠন নিয়ে যা জানালেন সমন্বয়ক সারজিস