• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

হাবিপ্রবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু

হাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ অক্টোবর ২০২৪, ২৩:২২
ছবি : আরটিভি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৮১ জন শিক্ষার্থী প্রতিনিধির অংশগ্রহণে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু হয়েছে। আগামী শনিবার (১৯ অক্টোবর) পর্যন্ত চলবে হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থার আয়োজনে তিন দিনব্যাপী এই সম্মেলন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ উক্ত সম্মেলনের উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. হাসান ফুয়াদ এল তাজ। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রক্টর অধ্যাপক ড.মো. শামসুজ্জোহা, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর কবির, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলাম, হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থার সেক্রেটারি জেনারেল সাদমান সাকিব, ডেপুটি সেক্রেটারি জেনারেল শাকিল আহমেদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. হাসান ফুয়াদ এল তাজ বলেন, আমরা জানি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর শান্তির বার্তা নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। আমরাও শান্তি প্রতিষ্ঠার পক্ষে। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল সেটি কি বাস্তবায়িত হচ্ছে? বর্তমানে আমরা কী দেখতে পাচ্ছি? পৃথিবীর বিভিন্ন দেশ এক অপরের সাথে যুদ্ধে লিপ্ত। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘ এসব বিষয় সমাধানে ব্যর্থ হচ্ছে। ইতোমধ্যে ইসরাইল কর্তৃক প্যালেস্টাইনে প্রায় ৪৫ হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এক্ষেত্রে আমরা জাতিসংঘের কার্যকর কোনো ভূমিকা দেখতে পারিনি। আমি আশা করবো, ছায়া জাতিসংঘ সংস্থা, এই বিষয়গুলো হাইলাইট করবে। পাশাপাশি এখানে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও অভ্যন্তরীণ সমস্যাগুলা নিয়েও আলোচনা হবে।

তিনি আরও বলেন, আমরা সমস্যার সমাধান করতে চাই। একটা সময় শিক্ষার্থীদের হলে সিট বরাদ্দসহ অ্যাকাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে বৈষম্য ছিল। এই বিষয়গুলোও আমরা সমাধানের চেষ্টা করেছি। পরিশেষে এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থার সেক্রেটারি জেনারেল সাদমান সাকিব। তিনি বলেন, একসময় বলা হতো এই যুগের শিক্ষার্থীরা তথা তরুণ প্রজন্ম কি পারে? আমরা কী করতে পারি সেটি দেখিয়ে দিয়েছি। মাত্র এক মাসের আন্দোলনে ১৫ বছরের স্বৈরাচার সরকারকে উৎখাত করেছি। এখন আমরা শিক্ষার্থীরা এই দেশকে আবার নতুন করে গড়তে চাই। যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা এ দেশের তরুণদের আছে। আমাদের দেশ উন্নয়নের প্রধান অন্তরায় হলো বৈষম্য, এই বৈষম্য নিরসনে আমাদেরকে কাজ করতে হবে।

হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থার আয়োজনে এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘বৈষম্য মোকাবেলা করার জন্য আইন প্রণয়ন, সামাজিক সমতা উন্নীত করা এবং যুব সম্পৃক্ততার মাধ্যমে প্রযুক্তিগত একীকরণকে এগিয়ে নেওয়া’

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাইকমিশনে হামলার প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ 
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দক্ষ করতে দুই দিনব্যাপী কর্মশালা
ইসকন নিষিদ্ধের দাবিতে হাবিপ্রবিতে বিক্ষোভ
প্রান্তিক অঞ্চলে হাবিপ্রবির ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প