• ঢাকা রোববার, ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১
logo

নবীন শিক্ষার্থীদের বরণ করল কুবি ছাত্রদল

কুবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ অক্টোবর ২০২৪, ১৭:০৪
নবীন শিক্ষার্থীদের বরণ করল কুবি ছাত্রদল
ছবি : আরটিভি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের মূল ফটকের বাইরে থেকেই ফুল দিয়ে বরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রোববার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে এ কার্যক্রম পরিচালনা করেন তারা।

এ সময় গেটের বাইরে অবস্থান সম্পর্কে তারা বলেন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের ওপর সম্মান রেখে তারা বাইরে থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা জমায়েত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে ফুল ও পানি দিয়ে দূরদূরান্ত থেকে আগত শিক্ষার্থীদেরকে সাহায্য করছেন। এ সময় নেতাকর্মীদের সারিবদ্ধভাবে নবাগত শিক্ষার্থীদের বরণ করতে দেখা যায়।

গত ৮ আগস্ট শত তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল ধরনের দলীয় ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ নিয়ে কুবি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘প্রশাসন ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ক্যাম্পাসে মেইন গেটের বাইরে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছি। আমরা চাই না আমাদের কার্যক্রম দ্বারা ক্যাম্পাসে কোন প্রকার বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হোক। সেজন্য আমরা মেইন গেটের বাইরে কার্যক্রম পরিচালনা করেছি।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় ছাত্রদল-যুবদলের ৫ নেতাকর্মীকে কুপিয়ে জখম
তারেক রহমানের ৩১ দফা নিয়ে ছাত্রদলের দেয়াল লিখন
যুবলীগের হামলায় বিএনপি-ছাত্রদলের ১১ নেতাকর্মী আহত
আ.লীগের তৈরি আইনেই ছাত্রলীগ নিষিদ্ধ: ছাত্রদল সভাপতি