• ঢাকা বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
logo

রাবিতে শিক্ষার্থীদের অনশন, সেমিস্টার পদ্ধতি বাতিলের দাবি

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২৪, ১৮:১৮
রাবি শিক্ষার্থী
ছবি: আরটিভি

সেমিস্টার পদ্ধতি বাতিল করে পুনরায় ইয়ারলি পদ্ধতি চালুর দাবিতে অনশন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আইন অনুষদের ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অর্ধশতাধিক শিক্ষার্থী।

বুধবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তারা অনশন শুরু করেন। পরে দুপুর আড়াইটার দিকে উপাচার্য একাডেমিক কমিটির মিটিং ডেকে বিষয়টি নিয়ে আবারও আলোচনা করার আশ্বাস দিলে অনশন ভঙ্গ করেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, সেমিস্টার সিস্টেমে আইন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের জটিলতায় পড়তে হচ্ছে। এখানে কারিকুলামে ৩০ শতাংশ জেনারেল কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বিষয়ভিত্তিক পড়াশোনার সঙ্গে সম্পর্কহীন। এসব তাত্ত্বিক কোর্সগুলো আমাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। সময় স্বল্পতার কারণে আমাদের আইনের মেজর কোর্স ও নন-মেজর কোর্সের ভারসাম্য রক্ষা হয়নি। ফলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।

তারা বলেন, শিক্ষকেরা বিস্তৃত সিলেবাস স্বল্প সময়ে শেষ করতে দ্রুতগতিতে পাঠদান করেন। ফলে শিক্ষকরা যেমন স্বাচ্ছন্দ্যবোধ করছেন না, তেমনি আমরাও প্রায়োগিক ও বিষয়ভিত্তিক পরিপূর্ণ জ্ঞান লাভে বাধাগ্রস্ত হচ্ছি। এই পদ্ধতির বর্তমান কাঠামো আইন অনুষদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে শঙ্কার সৃষ্টি করছে। ভবিষ্যতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা অতীতের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মান ধরে রাখতে পারব কি না সন্দিহান! কিন্তু প্রশাসন আমাদের দাবির কোনো কর্ণপাত করছেন না। এই চাপিয়ে দেওয়া পদ্ধতি বাতিল চাই।

এ সময় প্রশাসন ভবনের সামনে আইন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তবে অনশনে অংশগ্রহণ করেন ৫০-৬০ জন শিক্ষার্থী।

আরটিভি/এফএ/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শনিবার পর্যন্ত কর্মসূচি স্থগিত, সায়েন্সল্যাব ছাড়লেন ৭ কলেজের শিক্ষার্থীরা  
রাবির সাংবাদিকতা বিভাগে তালা
চার ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে শিক্ষার্থীরা: উপদেষ্টা আসিফ
শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা