• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ৩ নভেম্বর

শাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ নভেম্বর ২০২৪, ১৫:৪২
ফাইল ছবি।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ সেশনের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ওরিয়েন্টেশন আগামীকাল ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।

শনিবার (২ নভেম্বর) সকালে শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ১০টায় এ ইউনিটের ও দুপুর আড়াইটায় বি ও সি-ইউনিটের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম।

উল্লেখ্য, ১২৬টি আসন খালি রেখেই এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হচ্ছে। তবে ওরিয়েন্টেশনের পর ও কৃষিগুচ্ছের প্রথম ধাপের ভর্তি শেষে খালি আসনগুলো পূর্ণ করতে মেরিট অনুযায়ী শিক্ষার্থীদের ডাকবে বলে জানিয়েছে শাবিপ্রবি কর্তৃপক্ষ।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা ২২ ফেব্রুয়ারি
ভর্তি ফি কমানোসহ ৩ দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন 
প্রোগ্রামিংয়ে চ্যাম্পিয়ন শাবিপ্রবির ‘সাস্ট ফ্যানাটিক্স’