জাবিতে গাজা সেবনকালে ২ কর্মচারীসহ ৩ জনকে আটক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় মীর মশাররফ হোসেন হল ও শহীদ রফিক-জব্বার হলের দুজন ডাইনিং বয় ও একজন বহিরাগতকে আটক করেছে প্রক্টরিয়াল টিম।
রোববার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে শান্তি নিকেতন নামক জায়গায় গাঁজা সেবনকাল ৩ জনকে আটক করেন সাধারণ শিক্ষার্থীরা। এরপর তারা প্রক্টরিয়াল বডিকে ফোন দিলে তারা এসে আটক করেন।
জানা যায়, আটককৃত মো. আবু ইউসুফ শহীদ রফিক-জব্বার হলের ডাইনিং বয়। সজীব ইসলাম হলেন জেনারেটর বাজারের ইলেকট্রিশিয়ান এবং তার মা রেহানা বেগম শেখ হাসিনা হলের ক্লিনার এবং নাসিমুল হক বাবু মীর মশাররফ হোসেন হলের ডাইনিং বয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, এই তিনজন শান্তি নিকেতনে বসে গাঁজা সেবন করে। এরপর সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তারা বাকবিতণ্ডায় জড়ালে প্রক্টররিয়াল টিমকে খবর দেওয়া হয়। প্রক্টররিয়াল টিম তাদের এসে আটক করে।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল ইসালম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। মাদক নিষ্ক্রিয়তার জন্য আমরা সকল ব্যবস্থা গ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের কোনো ছাত্র বা বহিরাগতের মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট অনুযায়ী ও বাংলাদেশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, আটকদের নিরাপত্তা সেলে নেওয়া হবে। ইতোমধ্যেই পুলিশকে খবর দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় আইনে তাদের বিচার হবে।
আরটিভি/এমকে
মন্তব্য করুন