• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

আমরণ অনশনে অসুস্থ ইবির ২ ছাত্রী হাসপাতালে

ইবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ নভেম্বর ২০২৪, ১৩:৪২
আমরণ অনশনে অসুস্থ ইবির ২ ছাত্রী হাসপাতালে
ছবি : আরটিভি

নিজেদের বরাদ্দকৃত শ্রেণিকক্ষ ফিরে পেতে আমরণ অনশনে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের দুই ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার রাত ৯টার দিকে অসুস্থ হয়ে পড়েন বিভাগটির দুই ছাত্রী। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালেও শিক্ষার্থীদের অনশন অব্যাহত রাখতে দেখা যায়।

এর আগে একই দাবিতে সোমবার সকাল ৯টা থেকে অবস্থান কর্মসূচি নেন শিক্ষার্থীরা। পরে দাবি পূরণ না হওয়ায় বিকেল থেকে আমরণ অনশনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। এখন পর্যন্ত তারা অনশনে রয়েছেন।

এ দিকে শিক্ষার্থীদের ফোন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ মঙ্গলবার আলোচনার মাধ্যমে দাবি পূরণের আশ্বাস দিলেও শিক্ষার্থীরা তাতে রাজি হননি। তারা বলেন, যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবির সুনির্দিষ্ট কোন সমাধান হবে ততক্ষণ আমরা এ অনশন চালিয়ে যাব।

এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা, প্রক্টর ও বিভাগের শিক্ষকরা অনশনে থাকা শিক্ষার্থীদের আশ্বাস দিলেও তারা অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর চারুকলা বিভাগকে রবীন্দ্র-নজরুল কলা ভবনের চতুর্থ তলায় ২৩টি ও পঞ্চম তলায় ১টি কক্ষসহ ২৪টি কক্ষ বরাদ্দ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগকে পঞ্চম তলায় ১৫টি ও ফোকলোর স্টাডিজ বিভাগকে একই তলার ১৭টি কক্ষ বরাদ্দ দেওয়া হয়। তবে ফোকলোর স্টাডিজ ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ তাদের জন্য বরাদ্দকৃত কক্ষে না গিয়ে পূর্বে থেকেই ব্যবহার করা চারুকলা বিভাগের নামে বরাদ্দকৃত কক্ষসমূহ ব্যবহার অব্যাহত রাখে। পরে বিজ্ঞপ্তি আকারে নির্দেশনা এলেও দখলকৃত কক্ষগুলো ছাড়তে নারাজ বিভাগ দুটি।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোহাম্মদপুরে ডাস্টবিনে মানুষের খণ্ডিত পা
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১২৯৭
১৪ হাসপাতালের নাম পরিবর্তন
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩০৬