• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

বেসরকারি মেডিকেলে ভর্তিতে কিস্তির সুবিধা চালু

আরটিভি নিউজ

  ০৮ নভেম্বর ২০২৪, ২১:১৪
বেসরকারি মেডিকেলে ভর্তিতে কিস্তির সুবিধা চালু
ফাইল ছবি

অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীরাও যেন বেসরকারি মেডিকেলে নির্বিঘ্নে অধ্যয়ন করতে পারে সেজন্য নতুন পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সে অনুযায়ী, ছেলেমেয়েকে বেসরকারি মেডিকেলে ভর্তির জন্য এখন থেকে আর এককালীন টাকা পরিশোধ করতে হবে না অভিভাবকদের, বরং তিনটি কিস্তির মাধ্যমে টাকা পরিশোধ করার সুযোগ পাবেন তারা।

শুক্রবার (৮ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্স ও ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটের বিডিএস কোর্সের ২০২৪-২৫ সেশনের ভর্তি ফি, টিউশন ফি ও ইন্টার্ন ফি নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সে অনুযায়ী কোনো শিক্ষার্থী যদি এমবিবিএসে ভর্তি হতে চান, তাহলে তাকে ভর্তি ফি গুনতে হবে ১৯ লাখ ৪৪ হাজার টাকা, আর বিডিএসে (ডেন্টাল) ভর্তি হতে চাইলে গুনতে হবে ১১ লাখ টাকা।

এতে বলা হয়, অন্যান্য বছরে অভিভাবকদের ভর্তির টাকা একবারে পরিশোধ করতে হতো। এতে করে অনেকের মেডিকেলে পড়ার ইচ্ছে থাকলেও এককালীন বড় অংকের টাকা জোগান দেওয়া সম্ভব হতো না। কিন্তু এবারই মন্ত্রণালয় প্রথমবারের মতো এককালীন টাকা না দিয়ে তিনটি কিস্তিতে পরিশোধের ব্যবস্থা করেছে। অভিভাবকরা শিক্ষার্থী ভর্তির সময় ৬০ শতাংশ টাকা দেবেন এরপর প্রথম পেশাগত পরীক্ষার সময় ২০ শতাংশ ও তৃতীয় পেশাগত পরীক্ষার সময় বাকি ২০ শতাংশ টাকা দিতে পারবেন। মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তে আর্থিকভাবে অসচ্ছল ও মধ্যবিত্তদের মেডিকেলে পড়ার পথ সুগম হবে।

আরটিভি/এসএইচএম/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওয়েজ বোর্ড বাতিল করে ন্যূনতম বেতন চালু করা উচিত: শফিকুল আলম
বাড়িতে গিয়ে গুলিবিদ্ধ পুলিশ সদস্য, ঢামেকে ভর্তি
বাবা তুমি শান্তিতে ঘুমাও, নিহত বুয়েট ছাত্রের মা
গণ বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, থাকছে না বয়সসীমা