শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক সহাবস্থান বজায় রাখতে সাংবাদিকদের সহায়তা কামনা
জুলাই-আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে অর্জিত গণতান্ত্রিক সহাবস্থান ও সম্প্রীতি বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছে বিপ্লবী ছাত্র পরিষদ।
বুধবার (১৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ আহ্বান জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সমিতির নব নির্বাচিত সভাপতি মহিউদ্দীন মোজাহিদ (মাহি) ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেনসহ অন্য সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা।
এ সময় বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান, ঢাবি শাখার আহ্বায়ক সানোয়ার খাতুন, সদস্য সচিব মুহিব মুশফিক খান, সহকারী সদস্য সচিব মো. শোয়াইব ও সদস্য আন্দালিভ ইয়াসিন প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ বলেন, ‘আগস্ট বিপ্লবের পর গণতন্ত্রপন্থি সব দলমতের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। এই গণতান্ত্রিক পরিবেশকে অক্ষুণ্ন রাখতে বিশ্ববিদ্যালয় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ভূমিকা অব্যাহত রাখতে ছাত্র সমাজ সাংবাদিক সমিতির নেতাদের সহযোগিতা প্রত্যাশা করে।’
এ বিষয়ে বিপ্লবী ছাত্র পরিষদের সদ্যগঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সানোয়ারা খাতুন ও সদস্য সচিব মুহিব মুশফিক খানও গুরুত্বারোপ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মোজাহিদ মাহি বলেন, ‘ক্যাম্পাস ও হলে সব দলমতের শিক্ষার্থীদের সহাবস্থান নিশ্চিত করতে সাংবাদিক সমিতির নেতাদের সর্বাত্মক সহযোগিতা করে যাবে।’
শুভেচ্ছা বিনিময়কালে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ফজলুর রহমান সংগঠনের কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করেন।
তিনি বলেন, ‘চব্বিশের আগস্ট বিপ্লবসহ অতীতের সব গণতান্ত্রিক সংগ্রামের স্পিরিট শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে আমরা কাজ করছি। এ ব্যাপারে আমরা সাংবাদিকদের পরামর্শ ও দিকনির্দেশনা প্রত্যাশা করি।’
আরটিভি/এফএ
মন্তব্য করুন