• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

কনকসাসের বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন বাইজীদ সা’দ

আরটিভি নিউজ

  ১৫ নভেম্বর ২০২৪, ১৭:২৭
ছবি: আরটিভি

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির (কনকসাস) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ ও নগদ ৩৫ হাজার টাকা পুরস্কার পেয়েছেন এখন টেলিভিশনের প্রতিবেদক মো. বাইজীদ হোসেন সা’দ। টেলিভিশনে অনুসন্ধানী সাংবাদিকতা ক্যাটাগরিতে তিনি এই অ্যাওয়ার্ড পান।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কবি নজরুল কলেজের অডিটোরিয়ামে এ পুরস্কার তুলে দেন এখন টেলিভিশনের সম্পাদকীয় প্রধান তুষার আব্দুল্লাহ ও চেঞ্জ টিভি ডট প্রেসের প্রতিষ্ঠাতা আমিরুল মোমেনীন মানিক।

‘কাজে আসছে না অভিযান: অবৈধ ক্লিনিক-সেন্টার বন্ধের পরদিনই ফের চালু’ শীর্ষক শিরোনামে এখন টেলিভিশনে প্রকাশিত বিশেষ প্রতিবেদনের জন্য এ পুরস্কার পান কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক বাইজীদ সা’দ। এছাড়াও বাংলা ট্রিবিউনে প্রকাশিত ‘কল এলে মুহূর্তেই পাল্টে যায় মসলার দাম’ শীর্ষক বিশেষ প্রতিবেদনের জন্য পুরষ্কার পান বাংলা ট্রিবিউটের নিজস্ব প্রতিবেদক আতিক হাসান শুভ। অন্যদিকে ‘দৃষ্টি হারালেও ‘দখল বাণিজ্য’ থামেনি কাউন্সিলর আলোর’শিরোনামে দৈনিক কালবেলা পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জন্য পুরস্কার পান প্রতিবেদক শিতাংশু ভৌমিক অংকুর।

প্রতি বছরের মতো এবারও দিনব্যাপী সাংবাদিকতায় ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কর্মশালার আয়োজন করেছে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস)।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে কবি নজরুল সরকারি কলেজের অডিটোরিয়ামে সাংবাদিকতায় প্রশিক্ষণটি শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়। কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আতিক হাসান শুভ এর সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন সাংবাদিক সমিতির সভাপতি যায়েদ হোসেন মিশু।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন এখন টেলিভিশনের সম্পাদকীয় প্রধান তুষার আব্দুল্লাহ, চেঞ্জ টিভি ডট প্রেসের প্রতিষ্ঠাতা আমিরুল মোমেনীন মানিক, চ্যানেল টুয়েন্টিফোরের বিশেষ প্রতিবেদক মাকসুদ উন নবী, বাংলাদেশ প্রতিদিনের জেষ্ঠ্য প্রতিবেদক মানিক মুনতাসির, দেশের ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট এস এম সুজা উদ্দীন ও টিবিএন এর নিজস্ব প্রতিবেদক সাজ্জাদ হোসাইন।

অনুষ্ঠানে দেশ টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক ও কনকসাসের সাবেক সভাপতি মাঈন উদ্দিন আরিফ, বর্তমান সহ সভাপতি শাহিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আলম সবুজ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক শ্রাবণী কবির এ্যামি সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ কর্মশালায় শিক্ষার্থীদের সাংবাদিকতার বিষয়ে খুঁটিনাটি বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়ার পাশাপাশি ক্যাম্পাস সাংবাদিকতা কী, সংবাদ উপস্থাপনা, সংবাদ লিখন ও সংগ্রহসহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। এদিন দুই শতাধিক শিক্ষার্থীকে হাতে-কলমে এ প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালা শেষে বাছাইকৃত ১৫ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়।

আরটিভি/এসএপি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘পিএমআই সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’ পেল মিশন গ্রিন বাংলাদেশ
ক্ষতিকর অ্যান্টিবায়োটিকের বিকল্প হতে পারে আমের আঁটি
নোবিপ্রবি সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন   
নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি ইমাম, সম্পাদক নোমান