• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

অফিস শেষে বাড়ি ফেরা হলোনা হাবিপ্রবি ল্যাব টেকনিশিয়ানের

হাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ নভেম্বর ২০২৪, ২১:৩৩
অফিস শেষে বাড়ি ফেরা হলোনা হাবিপ্রবি ল্যাব টেকনিশিয়ানের
ছবি : সংগৃহীত

দিনাজপুর পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে মোটরসাইকেল ও ট্রাকের মধ্যে সংঘর্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ল্যাব টেকনিশিয়ান আবদুল মান্নান (৪৫) নিহত হয়েছেন।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল মান্নানের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।

তার মৃত্যুর খবর নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা বলেন, বিশ্ববিদ্যালয় থেকে মোটরসাইকেলে করে নিজবাড়িতে যাওয়ার পথে দিনাজপুর পল্লী বিদ্যুৎ মোড়ে তার মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার লাশ পুলিশের মাধ্যমে দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ট্রাকের হেল্পার পালিয়ে যায় এবং ড্রাইভার ট্রাকটিকে মহাসড়ক দিয়ে উচ্চগতিতে টেনে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করেন। এ সময় শিক্ষার্থীরা স্থানীয় জনগণের সহযোগিতায় ট্রাকটিকে জামতলী বাজার সংলগ্ন এলাকায় আটকে রাখে এবং ট্রাক ও ট্রাক ড্রাইভার আকাশ বাবুকে পুলিশের কাছে সোপর্দ করে।

ট্রাক আটকে রাখার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধি, দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন এবং ছাত্রদের সঙ্গে কথা বলেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান বলেন, আমরা ট্রাকটি জব্দ করেছি এবং ট্রাকের ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবার থেকে মামলা না হলে পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে সড়ক পরিবহন আইনে আজ রাতের মধ্যেই মামলা করা হবে। আমাদের পক্ষ থেকে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

আবদুল মান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিরামপুরে ১২টি স্বর্ণের বারসহ একজন আটক
দেয়ালের এক পাশে মন্দির অপর পাশে মাদরাসা
হিলি চেকপোস্টে এইএমপি ভাইরাস প্রতিরোধে বাড়তি সতর্কতা
ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সবজি বিক্রেতার