• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

১২ বছর পর প্রকাশ্যে ঢাকা কলেজ শিবিরের সভাপতি-সেক্রেটারি

আরটিভি নিউজ

  ১৮ নভেম্বর ২০২৪, ২২:৫৩
১২ বছর পর প্রকাশ্যে ঢাকা কলেজ শিবিরের সভাপতি-সেক্রেটারি
ছবি : সংগৃহীত

এবার ১২ বছর পর প্রকাশ্যে এলেন ঢাকা কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারি। ঢাকা কলেজ শাখা শিবির সভাপতির নাম আবদুল হক মানিক ও সেক্রেটারি মোস্তাকিম আহমেদ।

সোমবার (১৮ নভেম্বর) ঢাকা কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কাছে ইংরেজি নববর্ষের প্রকাশনাসামগ্রী উপহার দেওয়ার মাধ্যমে প্রকাশ্যে আসেন তারা।

জানা যায়, আবদুল হক মানিক কলেজের বাংলা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী এবং সেক্রেটারি সমাজ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। এ ছাড়াও ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ কেন্দ্র নিয়ন্ত্রিত সদস্য মানের শাখা।

সেক্রেটারি মোস্তাকিম আহমেদ বলেন, শিক্ষার্থীদের অধিকার রক্ষাসহ শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিতে ছাত্রশিবির বদ্ধপরিকর। সেই লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক সমস্যা সমাধানে আমরা পাশে আছি এবং থাকবো। ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা ক্যাম্পাসে ফ্যাসিবাদমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণের জন্য অতি শিগগিরই প্রশাসনের কাছে স্মারকলিপির মাধ্যমে সংস্কারমূলক দাবি-প্রস্তাবনা পেশ করবে।

ঢাকা কলেজ শাখা সভাপতি আবদুল হক মানিক গণমাধ্যমে পাঠানো বক্তব্যে বলেন, জুলাই গণবিপ্লবে ছাত্র-জনতার ত্যাগের স্পিরিটকে ধারণ করে ঐতিহ্যবাহী ঢাকা কলেজ ক্যাম্পাসে গণতান্ত্রিক সংস্কৃতিতে সুস্থ ধারার রাজনীতিকে এগিয়ে নিতে ছাত্রশিবির সর্বদা প্রস্তুত। আবাসিক হলগুলোতে দখলদারিত্ব, সিট বাণিজ্য, চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধে ছাত্রশিবির সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে একসাথে কাজ করবে। আল্লাহ প্রেরিত দ্বীন ইসলামকে কলেজের সকল শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়া প্রধান দায়িত্ব বলে মনে করে ছাত্রশিবির। সেই লক্ষ্যে নৈতিক মূল্যবোধসম্পন্ন ও জ্ঞান নির্ভর আদর্শ মানুষ তৈরিতে শিক্ষার্থীদের মাঝে ভূমিকা পালন করবে ছাত্রশিবির।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির শাখার কমিটি প্রকাশ করে সংগঠনটি। এরপর থেকে প্রকাশ্যে আসতে থাকেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় শাখার শিবিরের কমিটি।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিব ও তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
বিআইজেএফের নতুন সভাপতি হিটলার, সম্পাদক সাব্বিন
ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি দোলন, সম্পাদক তালহা
দুই দিনের রিমান্ডে ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভা