• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

বুটেক্সের ভর্তি পরীক্ষা ৭ মার্চ

আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২৪, ১০:৪৪
ফাইল ছবি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ৭ মার্চ অনুষ্ঠিত হবে। শিগগির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিস্তারিত জানানো হবে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে বৈঠক হয়েছে। সেখানে ভর্তি পরীক্ষা ৭ মার্চ গ্রহণের সিদ্ধান্ত হয়। তার আগে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

এবার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনের জন্য যোগ্যতা হিসেবে এসএসসিতে গ্রেডিং পদ্ধতিতে ৫.০০-এর স্কেলে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং এইচএসসিতে ৪.৫০ থাকতে হবে বলে সিদ্ধান্ত হয়। এ ছাড়া এইচএসসিতে একজন শিক্ষার্থীকে গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজি বিষয়ে সর্বমোট কমপক্ষে ১৮.৫০ গ্রেড পয়েন্ট থাকতে হবে।

আরটিভি/এমএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ল দুই দিন
বুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
রেসিডেন্সিয়াল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
কুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা