শিক্ষার্থীদের নবীনবরণে আমন্ত্রণ জানিয়ে প্রকাশ্যে হাবিপ্রবি ছাত্রশিবির
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ভর্তিকৃত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণের আমন্ত্রণ জানিয়ে প্রকাশ্যে এলো হাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি।
বুধবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ইসলামী ছাত্রশিবিরের হাবিপ্রবি শাখার ফেসবুক পেজ থেকে ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইড লাইন’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাবিপ্রবি শাখার সভাপতি মুহা. রিজওয়ানুল হক ও সেক্রেটারি শেখ রিয়াদ।
জানা গেছে, হাবিপ্রবি শিবিরের সভাপতি মুহা. রেদওয়ানুল হক গণিত বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক সমাজবিজ্ঞান বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী শেখ রিয়াদ।
পোস্টে বলা হয়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সম্মানে আমরা ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি। আমাদের এই প্রয়াসের উদ্দেশ্য আপনাদের বিশ্ববিদ্যালয় জীবনের নবতর অধ্যায়ে সাদরে স্বাগত জানানো, আপনাদের মধ্যে সৌহার্দ্যের বন্ধনকে আরও নিবিড় করে গড়ে তোলা এবং শিক্ষার আলোকে সমৃদ্ধ এ প্রাঙ্গণে আপনাদের এগিয়ে যেতে সহায়তা করা।
পোস্টের শেষে আহ্বানে হাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি হিসেবে মুহা. রেজওয়ানুল হক ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ রিয়াদ নামে দুই শিক্ষার্থীর নাম প্রকাশ করা হয়।
হাবিপ্রবি ছাড়াও সম্প্রতি ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের কমিটি প্রকাশ করে সংগঠনটি।
আরটিভি/এমকে-টি
মন্তব্য করুন