• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

আমাদের সকল জনশক্তি শতভাগ মাদকমুক্ত: শিবির সেক্রেটারি

হাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২৪, ২২:৩৬
আমাদের সকল জনশক্তি শতভাগ মাদকমুক্ত: শিবির সেক্রেটারি
ছবি: আরটিভি

ইসলামী ছাত্রশিবিরের সর্বস্তরের নেতাকর্মীরা শতভাগ মাদকমুক্ত বলে দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। তিনি বলেছেন, ‘দেশের অন্য ছাত্র সংগঠনের ক্ষেত্রে মাদকমুক্তের এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না। ছাত্রশিবির সাধারণ ছাত্রদের আধিকার আদায়ের কথা বলে। ছাত্রশিবির করে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে তথ্য-প্রমাণ দিতে পারলে তার বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থাই গ্রহণ করা হয় না, আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হয়।’

সম্প্রতি দ্য গ্রেড দাদুবাড়ী মিলনায়তনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে নতুন শিক্ষার্থীদের নবীনবরণ ২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, ‘ছাত্রশিবিরের সদস্য হতে হলে তাকে প্রচুর বই পড়তে হয়। তাকে মানবতার শিক্ষা দেয়ার হয়। ছাত্রশিবির একটি সুশৃঙ্খল ছাত্র সংগঠন। এতে কোন অনিয়মতান্ত্রিক কাজ হয় না। ছাত্রশিবির সব সময় বড়দের সম্মান করে, ছোটদের স্নেহ করে।’

তিনি বলেন, ‘আমাদের শিক্ষা ব্যবস্থাকে গত ৫০ বছরে আমরা ঠিক করতে পারিনি। বর্তমান শিক্ষা ব্যবস্থা সার্টিফিকেট নির্ভর একটি শিক্ষা ব্যবস্থা হয়েছে। এ শিক্ষা ব্যবস্থায় সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি হয় না। দেশপ্রেমিক ও সুনাগরিক তৈরি হতে হলে ইসলামী ছাত্রশিবির তথা ইসলামের পতাকাতলে সকল শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হতে হবে।’

শিবির সেক্রেটারি আরও বলেন, আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করে, তারা কখনও অতীত থেকে শিক্ষা নেয় না। ইতিহাস অতীতকে স্মরণ করিয়ে দেয়। ৫ আগস্টে দেশে যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনকে যদি মূল্যায়ন না করে, যারা রাষ্ট্র পরিচালনা করছে তারা আবারও ভুল করবেন।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রেজাওয়ানুল সিদ্দিকির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের পাঠাগার বিষয়ক সম্পাদক অহিদুল ইসলাম আকিক, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির শাখার সেক্রেটারি শেখ রিয়াদ প্রমুখ।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রশিবিরের নতুন প্রতিজ্ঞা
আমরা শিক্ষার্থীবান্ধব কাজ করার চেষ্টা করছি: শিবির সভাপতি 
শাবিপ্রবি শিবিরের নেতৃত্বে তারেক-তুহিন
রাবি শিবিরের সভাপতি জাহিদ, সেক্রেটারি মুজাহিদ