• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলরের যোগদান

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ নভেম্বর ২০২৪, ২২:২৩
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
ছবি: আরটিভি

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া যোগদান করেছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে যান। এরপর ড. সুমন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হাসান তালুকদারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার বলেন, আজ আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারে একজন নতুন সদস্য যুক্ত হলেন, আমরা তাকে শুভেচ্ছা জানাই। সকলের সম্মিলিত প্রয়াসে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।

বেলা ১১টায় ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও ২০২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এ স্থাপিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া। এরপর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহীদ ও ২০২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্পিড ধরে রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের সবার প্রতি আহ্বান জানান। পরিশেষে তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব), বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমিকের মৃত্যুর খবরে প্রেমিকার আত্মহত্যা
হেনরী ও তার স্বামী লাবুর বিরুদ্ধে দুদকে ২ মামলা
সিরাজগঞ্জে বিএনপির কর্মী খুন, ২৯ জনের নামে মামলা 
সিরাজগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা