• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

ঢাবিতে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা

আরটিভি নিউজ

  ২৭ নভেম্বর ২০২৪, ০১:২৩
ছবি : সংগৃহীত

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। গায়েবানা জানাজার আগে বিশাল মিছিল নিয়ে পুরো ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ জানাজা অনুষ্ঠিত হয়। আর আগে রাত ৯টার দিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এ সময় শিক্ষার্থীরা ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’; ‘ইসকন সনাতন, এক নয় এক নয়’; ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’; ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’; ‘হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’; ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আজ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে। আমরা প্রশাসনের কাছে হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পটিয়ায় পিকনিকের বাসের ধাক্কায় নিহত ২
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ
ঢাবিতে যানচলাচল সীমিতসহ যে নির্দেশনা দিলো প্রশাসন
৪ দিন বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন