• ঢাকা শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি

আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২৪, ০৬:২৯
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি
ফাইল ছবি

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না, তা যাচাইয়ে কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এ কমিটি গঠন করা হয়।

শিগগিরই বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির সদস্যদের নাম-পরিচয় প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমযার্দা) অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে কাজ চলছে। শিগগির কমিটির বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে। গত ১৯ নভেম্বর তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম।

ছয়জন শিক্ষার্থী প্রতিনিধি ওই আলোচনায় অংশ নেন। সেদিনের বৈঠকে উপদেষ্টা নাহিদ ও বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি গঠন করার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরে যান তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এর মধ্যে অন্যতম সরকারি তিতুমীর কলেজ। অধিভুক্তির পর থেকে এখন পর্যন্ত এ কলেজের অ্যাকাডেমিক কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হয়ে আসছে। এর আগে সরকারি তিতুমীর কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল।

আরটিভি/এসএইচএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে ৮ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্ক করল ইউজিসি 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফ্যাক্ট চেকবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সব উপাচার্যকে শিক্ষা উপদেষ্টার ৬ নির্দেশনা